ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম । DBBL account create

গ্রাহক সেবার দিক থেকে দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক Dutch Bangla Bank. তাই নতুন ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে অনেকেই জানতে চায়।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম । DBBL account create” এ।

আজকে পোস্টে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট ধরন সমূহ, সকল একাউন্ট এর চার্জ সহ ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো।

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট ধরণ

Dutch Bangla Bank এ ৭ ধরনের একাউন্ট খোলা যায়। চলুন Dutch Bangla Bank এ সাত ধরনের একাউন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক:

  • Savings Deposit Account (একাউন্ট ধরন: Savings. একাউন্ট খুলতে ৫০০ টাকা প্রয়োজন)
  • Savings deposit Account ( একাউন্ট ধরনঃ Savings. একাউন্ট খুলতে ৫০০০ টাকা প্রয়োজন)
  • excel Savings Account (একাউন্ট ধরনঃ Saving.একাউন্ট খুলতে ৫০০ টাকা প্রয়োজন)
  • DBBL School Savers Account (একাউন্ট ধরনঃ স্টুডেন্ট একাউন্ট। একাউন্ট খুলতে ৫০০ টাকা প্রয়োজন)
  • Interest Free Savings Deposit Account (একাউন্ট ধরনঃ seving. একাউন্ট খুলতে ৫০০০ টাকা প্রয়োজন)
  • Current Deposit Account (একাউন্ট ধরনঃ কারেন্ট একাউন্ট। একাউন্ট খুলতে ১০০০ টাকা প্রয়োজন)
  • Special Notice Deposit Account (একাউন্ট ধরনঃ ফিক্সড একাউন্ট। ২০০০ টাকা প্রয়োজন)

আরও পড়ুনঃ ডাচ বাংলা ব্যাংকে বিদেশ থেকে দেশে টাকা আনার উপায়

উপরের এই সাত ধরনের একাউন্ট খুলতে পারবেন dutch bangla bank ltd এ। এবং প্রত্যেকটি একাউন্ট খোলার সময় যত টাকা লাগবে তা একাউন্টের ধরনের পাশে লেখা আছে।

আর এই টাকাগুলো আপনার ব্যাংক একাউন্ট ওপেন হওয়ার পরে আপনার একাউন্টে জমা হয়ে থাকবে।

অর্থাৎ ডাচ বাংলা একাউন্ট খোলার জন্য কোনধরনের টাকা লাগে নাহ।

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অনুযায়ী প্রত্যেকটি একাউন্ট খুলতে বেশ কিছু ডকুমেন্ট লাগবে।

শুধু একাউন্ট ভেদে ভিন্ন পরিমাণ টাকা প্রথমে একাউন্টে রাখতে হবে। একাউন্ট ভেদে টাকার পরিমাণ উপরে উল্লেখ করেছি।

মূলত সব ব্যাংক একাউন্ট খোলার জন্যই একই ডকুমেন্ট লাগে। আর ডাচ বাংলা ব্যাংকে একাউন্ট খোলার জন্য অতিরিক্ত লাগে একজন সুপারিশকারি।

আরও পড়ুনঃ what is digital banking ? ডিজিটাল ব্যাংকিং এর সুবিধা ও অসুবিধা

সুপারিশকারির ওই ব্যাংকে একাউন্ট থাকতে হবে। তবে এমন কেউ না থাকলে এই বিষয়ে ব্যাংক থেকে আপনাকে হেল্প করবে।

চলুন জেনে নেওয়া যাক ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে সেই বিষয়ে বিস্তারিত।

  • আপনার সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং NID Card এর ফটোকপি।
  • নমিনি-র এক কপি ছবি এবং NID Card এর ফটোকপি।
  • একাউন্টের ধরন ভেদে নির্দিষ্ট পরিমাণ টাকা।
  • ব্যক্তিগত মোবাইল নাম্বার। অনলাইন সেবা পাওয়ার জন্য স্মার্ট ফোন সঙ্গে করে নেওয়া।

আরও পড়ুনঃ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৩

স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য অতিরিক্ত কিছু ডকুমেন্টের দরকার হয়। চলুন স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য যা যা দরকারঃ

  • জন্মনিবন্ধনের কপি,
  • ২ কপি ছবি এবং স্টুডেন্ট আইডি কার্ড
  • বাবা মায়ের জাতীয় পরিচয় পত্রের কপি ও ছবি প্রয়োজন হবে

এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অনুযায়ী কি কি ডকুমেন্ট দরকার হয়। এবার আমরা জানবো ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম।

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার জন্য করনীয়

এই পোস্টের উপরে উল্লেখিত যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্ট নিয়ে এবং যে ধরনের একাউন্ট খুলবেন সেই একাউন্টে প্রথমে যত টাকা রাখতে হয় তত টাকা নিয়ে আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখায় চলে যাবেন।

এরপর ব্যাংকের ম্যানেজারের কাছে ব্যাংক একাউন্ট খোলার জন্য আগ্রহ প্রকাশ করতে হবে।

এরপর ব্যাংকের ম্যানেজার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠাবেন। এরপর ওই কর্মকর্তা একটি ফর্ম বের করে আপনার ডকুমেন্ট অনুযায়ী ফর্ম পূর্ণ করবেন।

তবে ফর্ম পূরণের সময় নামের স্পেলিং, ঠিকানা, মোবাইল নাম্বার আপনি মুখে বলে ফর্মের সাথে মিলিয়ে নিবেন এবং ফর্ম পূরণে সাহায্য করবেন।

ফর্ম পূরণের পর ফর্ম সহ বেশ কয়েক জায়গায় আপনার সিগনেচার রাখা হবে। এরপর একাউন্টের ধরন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে।

আপনার কাজ শেষ। এরপর ২-৩ কর্মদিবসের মধ্যে আপনাকে ব্যাংক থেকে কল করে চেক, ডেবিট কার্ড দেওয়া হবে।

ব্যাংক থেকে ডেবিট কার্ড গ্রহনের সময় আঙ্গুলের ছাপ দিতে হবে এবং কার্ডে পাসওয়ার্ড সেট করে আনতে হবে। তবে, ডেবিট কার্ড পেতে কিছুদিন সময়ও লাগতে পারে।

এছাড়া আপনি যদি মোবাইল ব্যাংকিং এড করতে চান ব্যাংক একাউন্টের সাথে তাহলে সে বিষয়ে ম্যানেজারের সাথে কথা বলে এই বিষয়ে জেনে সেই অনুযায়ী কাজটি করতে হবে।

আরও পড়ুনঃ  লাইফ ইন্সুরেন্স এর সুবিধা সমূহ

মনে রাখবেন এটি ব্যাংক কর্মকর্তাদের দায়িত্ব। এবং ফর্ম পূরণে অনেক বেশি তথ্য চেয়ে থাকলেও সব তথ্যের দরকার হয় না। তাই এটি ব্যাংক থেকেই পূরণ করানো অতি উত্তম।

একটি ব্যাংক একাউন্ট খোলার সময়ে কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় সঠিক ভাবে।

যেমন ধরেন নমিনির বিষয়টি। আপনার বাবা মা কিংবা স্বামী/স্ত্রী কে নমিনি রাখলেন। আবার ভাই কিংবা বোনকেও রাখতে পারেন।

নমিনি তখনই আপনার একাউন্টে টাকা পাবেন যখন আপনি থাকবেন না। অর্থাৎ আপনার মৃত্যুর পরে। তাই নমিনি নির্বাচনে সার্বিক দিক বিবেচনা করে নমিনি রাখবেন।

আরও পড়ুনঃ  ইসলামী ব্যাংক লোন নেওয়ার পদ্ধতি

এরপর আপনার একান্ত ব্যক্তিগত মোবাইল নাম্বার দিবেন ব্যাংকে। কারণ কখনো কোনও ধরনের সমস্যার কারণে আপনার যে নাম্বার সবার কাছে আছে সেটা দীর্ঘদিন বন্ধ রাখতে হলও। তখন একটা ঝামেলায় পরতে পারেন।

ডাচ বাংলা ব্যাংক । FAQS

ডাচ বাংলা ব্যাংক হেল্পলাইন নাম্বার কি?

আপনি যদি দেশে থেকে ডাচ বাংকা ব্যাংকে যোগাযোগ করতে চান তাহলে 16216 এই নাম্বারে কল করবেন।
আর দেশের বাহির থেকে হলে 09666716216নাম্বারে কল করে যোগাযোগ করবেন।

এছাড়াও অন্যান্য আরও উপায় সহ সরাসরি dutch bangla bank এর হেল্পলাইনে কথা বলতে পারেন।

ডাচ বাংলা ব্যাংক সেবা সমূহ কি কি?

দেশেরর শতকরা ৯৯% ব্যাংক একই সেবা প্রদান করে থাকে। তবে, dutch bangla bank কিছুটা আলাদা।

স্টুডেন্ট একাউন্ট
Savings deposit Account
excel Savings Account
DBBL School Savers Account
Interest Free Savings Deposit Account
Special Notice Deposit Account
Current Deposit Account
কারেন্সি এক্সেঞ্জ*
ডলার এনডোর্সমেন্ট
ডাচ বাংলা ব্যাংক লোন
সব ধরনের ডাচ বাংলা লোণ

এছাড়াও ব্যাংক সম্পর্কিত সকল সেবা দিয়ে থাকে দেস সেরা এই বেসরকারি ব্যাংকটি।

ডাচ বাংলা ব্যাংক এর সকল শাখা সমূহ সম্পর্কে কিভাবে জানতে পারবো?

দেশের অন্যতম জনপ্রিয় একটি ব্যাংক হচ্ছে dutch bangla bank. বর্তমানে সারা দেশে ডাচ বাংলা ব্যাংকের ২৩৯ টি শাখা আছে।

আর আপনি এই ২৩৯ টি শাখা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন Dutch Bangla Bank all branch detail থেকে।

এখানে সব শাখার লোকেশন, যোগাযোগের মোবাইল নাম্বার সহ সবকিছু জানতে পারবেন। ব্যাংকের ম্যানেজারের নাম্বার থেকে শুরু করে প্রত্যেকটি ব্রাঞ্চ সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন।

ডাচ বাংলা ব্যাংক মুনাফা দেয় কেমন?

দেখুন, ব্যাংক মুনাফার দিক থেকেও প্রায় একই রকম সেবা দিয়ে থাকে। একই ভাবে ডাচ বাংলা ব্যাংক ও মুনাফার দিক থেকে একই সেবা দেয়।

তবে বেশ কিছু নামীদামী ব্যাংক থেকেও ভালো মুনাফা দেয় ডাচ বাংলা ব্যাংক। তবে এটা নিরভর করবে আপনি কোন ডিপোজিট করছেন তার উপর।

ডাচ বাংলা ব্যাংক এর মালিক কে

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) বাংলাদেশ এবং নেদারল্যান্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক।

এটি.এম. সাহাবুদ্দিন আহমদ (বাংলাদেশ) এবং উন্নয়নশীল দেশগুলির জন্য ডাচ্ ফিনান্সিং সংস্থা নামক নেদারল্যান্ডের একটি কোম্পানির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা পায়।

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিয়ে সর্বশেষ

আজকের পোষ্টে আমরা “ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম । DBBL account create” সম্পর্কে জেনেছি।

জেনেছি ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে, ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ, ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট চার্জ সেই বিষয়ে বিস্তারিত।

আশা করছি এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। এরপরেও এই বিষয়ে কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ছাড়াও আপনি ডাচ বাংলা ব্যাংক লোন সম্পর্কিত কিংবা dutch bangla bank ltd এর অন্যান্য সকল সার্ভিস সম্পর্কে জানতে আমাদের Finance and Banking ক্যাটাগরি ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik Kantha করুন। সর্বশেষ আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ চোখ রাখুন।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.